মাঝে মাঝে ভাবার চেষ্টা করি,
তুমি কাছে না থাকলে ব্যাপারটা কেমন হবে!
মনে হয়
খুব বেশি খারাপ হবে না।
এই ধরো আমি দিব্যি বই পড়ে আর হাল্কা
গানবাজনা করে বাকি জীবনটা কাটিয়ে দেবো।
হাওয়া বদল দরকার হলে
সমুদ্র সৈকতে জোছনা রাতে খালি পায়ে একা হেঁটে কাটিয়ে দেবো,
একপাশে সাগর, আরেকপাশে বালি যেটাকে বলে।
খুব খারাপ লাগার কথা না,
কী বলো!
শুধু আমার একটু ঠাণ্ডা লাগবে,
হাল্কা শীত করবে,
হাতটা হয়তো ফাঁকা ফাঁকা লাগবে,
উত্তাল সমুদ্রের ঢেউয়ের গর্জন আমার স্যাকুলাস ইউট্রিকুলাস পাড়ি দিয়ে আঘাত হানবে
বুকের বামপাশটায়,
কান পেতে শুনবো দূরে কোন অজানা বাঁশির সুর,
ভালোই লাগবে!
আমি চলতে চলতে থেমে তাকাবো
ছোট্ট সুন্দর গোল সাদা নির্বাক চাঁদটার পানে,
তখন,
তখন হয়তো একটু খারাপ লাগবে!
তখন হয়তো একটু চোখটা ভিজে যাবে!
নিচে তাকিয়ে হয়তো একটু হেসেও ফেলবো!
বিশ্বাস করো,
ঐ খারাপ লাগা হাসিটুকু দিতেও
আমার ভালোই লাগবে!
“ব্যথাতেই আছে সুখ,
যদিওতো ভাঙে বুক!”